দেশের বাজারে ফের কমেছে সোনার দাম। এবার প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৩ হাজার ৬৭৪ টাকা। যা বিক্রি হবে দুই লাখ ৪ হাজার ২৮৩ টাকায়। আজ থেকে কার্যকর হবে সোনার নতুন দর। গতকাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্য পুনর্নির্ধারণের তথ্য জানায়।
নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমিয়ে ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকায় বিক্রি হবে। সেই হিসাবে আজ থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ৩ হাজার ৬৭৪ টাকা, ২১ ক্যারেটে ৩ হাজার ৪৯৯ টাকা এবং ১৮ ক্যারেটে ২ হাজার ৯৯৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ভরিতে ২ হাজার ৫৫৪ টাকা দাম কমবে।
সোনার দাম কমলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি ৪ হাজার ৬৫৪, ২১ ক্যারেটের ভরি ৪ হাজার ৪৪৪ এবং ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৮০২ টাকা অপরিবর্তিত রয়েছে। আর সনাতন পদ্ধতিতে এক ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।