জাতীয় পার্টি একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী রাজনৈতিক দল। প্রতিষ্ঠার পর আমরা সব নির্বাচনে অংশ নিয়েছি।
আমরা বিশ্বাস করি সাংবিধানিক ধারাবাহিকতা এবং গণতন্ত্র চর্চায় নির্বাচনের বিকল্প নেই। গতকাল রাজধানীর গুলশানে একটি মিলনায়তনে পার্টির প্রেসিডিয়ামের মিটিংয়ে সূচনা বক্তব্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদ নির্বাচনে অংশগ্রহণের কৌশল নির্ধারণ এবং সারা দেশে সাংগঠনিক কর্মসূচির আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন সাবেক এ মন্ত্রী। এ বি এম রুহুল আমিন হাওলাদার আরও বলেন, দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে জোট করে নির্বাচনের প্রবণতা রয়েছে। জাতীয় পার্টিও এর বাইনে নয়। তিনি প্রত্যাশা করেন আগামী জাতীয় নির্বাচনে প্রচারণায় ভয়-ডর ও আতঙ্কহীন পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করবে। একই সঙ্গে প্রশাসনে নিরপেক্ষ ব্যক্তিরাই শুধু থাকবে। তিনি বলেন, আমরা আশা করি আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। সব দলের অংশগ্রহণ নিশ্চিতে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করবে। বিশেষ করে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করে নির্বাচনি মাঠে প্রচারণায় সব দলের সমান সুযোগ নিশ্চিত করা হবে। পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সভায় সভাপতিত্ব করেন।