নিবন্ধিত সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। দেশের জনগণ দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত। তাই একটি উৎসবমুখর নির্বাচন অতীব জরুরি। যেজন্য অন্তর্বর্তী সরকারকে দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসতে হবে। গতকাল রাজধানীর মহাখালীতে বৃহত্তর সুন্নি জোটের জরুরি সভায় বক্তারা একথা বলেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি চেয়ারম্যান ড. সাইফুদ্দীন আহমদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী প্রমুখ। সভায় আগামী ৩ নভেম্বর ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়।
এ উপলক্ষে তিন দলের চেয়ারম্যান ও মহাসচিবদের নিয়ে ছয় সদস্যের একটি নির্বাচনি বোর্ড গঠন করা হয়। এ ছাড়া জোট সম্প্রসারণের লক্ষ্যে সাত সদস্যের উচ্চপর্যায়ের একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়।