ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) টানা তৃতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি চলছে।
আজ থেকে মহাসড়কের পাশাপাশি রেলপথও অবরোধের আওতায় এসেছে। ফলে ঢাকা ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা থেকেই বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ এলাকাবাসী অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ শুরু করেন। ভাঙ্গা পৌরসভা এলাকার হাসপাতাল মোড়, ভাঙ্গা বাজার, কৈডুবি সদরদী, সোয়াদি, মুনসুরাবাদ, মাধবপুর, হামিরদী বাসস্ট্যান্ড ও পুখুরিয়া বাসস্ট্যান্ডসহ প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভকারীরা মহাসড়কে গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং আগুন জ্বালিয়ে অবস্থান নেন। ফলে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এছাড়া আজ নতুন করে ঢাকা-বেনাপোল রেলপথও অবরোধ করা হয়েছে। ফলে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন মুকসুদপুর স্টেশনে আটকে পড়েছে। ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার মো. শাকিব আকন্দ জানান, সকাল সোয়া আটটার দিকে ট্রেনটি ভাঙ্গা পৌঁছানোর কথা থাকলেও রেল অবরোধের কারণে তা মুকসুদপুরেই থেমে আছে।
বিক্ষোভকারীদের মুখে ছিল বিভিন্ন স্লোগান, "আমার মাটি, আমার মা, খণ্ড হতে দেবো না", "রক্ত লাগে রক্ত নে, আমার মাটি ফিরিয়ে দে", "নগরকান্দা না ভাঙ্গা? ভাঙ্গা! ভাঙ্গা!"
অবরোধ চলাকালে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান বলেন, অবরোধের কারণে মহাসড়কে কোনো যানবাহন চলাচল করতে পারছে না।
এর আগে, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে যুক্ত করা হয়। অথচ ২০০৮ সাল থেকে ভাঙ্গা উপজেলা ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের অন্তর্ভুক্ত ছিল। এই সীমানা পরিবর্তনের প্রতিবাদেই ভাঙ্গার সর্বস্তরের জনগণ আন্দোলনে নেমেছেন।
গত ৫ সেপ্টেম্বর প্রথম দফার অবরোধ কর্মসূচি পালিত হয়। এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয় দ্বিতীয় দফার অবরোধ, যা আজ তৃতীয় দিনে গড়াল। অবরোধ চলাকালীন প্রতিদিন রাতে বিরতি দিয়ে সকাল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা।
গত রবিবার বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলোর পক্ষ থেকেও এক্সপ্রেসওয়েতে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে দলটির নেতারা অবরোধের পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বিডি প্রতিদিন/মুসা