দিনাজপুরের কাহারোল উপজেলায় কৃষক ও কৃষাণীদের বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধ করতে পরামর্শ সভা ও বীজ বিতরণ অনুষ্ঠান করেছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কান্তজি মন্দির সংলগ্ন এলাকায় উপজেলা শাখার উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা রাসায়নিক সার ও কীটনাশকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কৃষকদের সচেতন করেন এবং পরিবেশবান্ধব চাষাবাদের জন্য জৈব সার, মালচিং, ফেরোমন ফাঁদ ও হলুদ আঠালো ফাঁদ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, এসব পদ্ধতি বিষমুক্ত সবজি উৎপাদনে সহায়ক হবে এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ কাহারোল উপজেলা শাখার সভাপতি মাহফুজ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কাহারোল উপজেলা শাখার সহ-সভাপতি মাহিম ইসলাম, সাধারণ সম্পাদক রিপন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ ইসলাম ও পলাশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায় ও রিপু রায়, অর্থ সম্পাদক আমিনুল হক, নারী বিষয়ক সম্পাদক ইতি আক্তার, প্রচার সম্পাদক রিফাত ইসলাম, ক্রীড়া সম্পাদক কল্যাণ রায়, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শিমু আক্তার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ হোসেন, কার্যকরী সদস্য মনিররুজ্জামান হোসেন, শামীম ইসলাম, ইয়াসমিন আক্তার ও বিষ্ণু রায় প্রমুখ।
বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে শাক-সবজির বীজ উপহার পেয়ে কৃষকরা আনন্দ প্রকাশ করেন। নয়াবাদ গ্রামের কৃষক সাজু ইসলাম বলেন, ‘হামরা অনেক খুশি হইছি বসুন্ধরা শুভসংঘ হামাক বীজ দিছে। আমরা তোমরা ঘরের জন্য মন থাকি দোয়া করি।’
কৃষক মতিন মিয়া বলেন, ‘হামার ঘরে তেমন লেখাপড়া জানা নেই বাবা। হামার ঘরে যে বিষমুক্ত সবজি চাষের পরামর্শ দিলেন, এই অনুযায়ে সবজি আবাদ করিম। এতে খরচও কম হবে। মানুষের অসুখও কম হবে। সবাই সুস্থ থাকিবা পারিম।’
সভাপতি মাহফুজ ইসলাম বলেন, ‘বর্তমানে বাজারে বিষমুক্ত সবজি পাওয়া কঠিন। এসব শাকসবজি খেয়ে মানুষের নানা রোগব্যাধি হচ্ছে। তাই আমরা ছোট পরিসরে এ সভা করেছি। ভবিষ্যতে বড় আকারে কৃষকদের নিয়ে কাজ করব।’
বিডি প্রতিদিন/জামশেদ