বৃষ্টি ভিজে ধাপুসধুপুস
গাছ থেকে তাল পড়ে,
গড়াগড়ি করে এলো
খোকন সোনার ঘরে।
তাল চিনে না খোকন সোনা
ভাবছে এটা বল,
লাথি মেরে দেয় গড়িয়ে
দাদির খাটের তল।
দাদির রুমে গিয়ে যখন
ফেটে পড়ে রস,
বললো নাতি জলদি এসে
আমার পাশে বস।
দুইয়ে মিলে চেটেপুটে
রস মাখিয়ে খায়,
তাই না দেখে দাদু ভাইয়ে
হাত বাড়িয়ে চায়।
পাকা তালের ম ম ঘ্রাণে
যায় জুড়িয়ে প্রাণ,
রস খেয়ে তাই দাদাবাবু
গায় যে রসের গান।