দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হলো ভারত ও পাকিস্তান। টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতে ভালোই সংগ্রহ করে। ওপেনিং জুটিতে ৯.৪ ওভারে ৮৪ রান তোলার পরই ভারতীয় বোলারদের চাপে পড়ে পাকিস্তান।
ওপেনার শাহিবজাদা ফারহান ৩৮ বলে ৫৭ রান করে মাঠ ছাড়েন। ফখর জামানও ৩৫ বলে ৪৬ রান করে দলের রানসংগ্রহে ভালো অবদান রাখেন।
তিন নম্বরে নামা সাঈম আইয়ুব ১৪ রান করে ফিরে গেলে মোহাম্মদ হারিস শূন্য রানেই আউট হন। হুসেইন তালাত মাত্র ১ রান করে ফিরে যাওয়ার মধ্যেই পাকিস্তান ১৩১ রানে ৫ উইকেট হারায়। এরপর মাত্র ১০ রান যোগ করার মধ্যে পাকিস্তান আরও ৪ উইকেট হারিয়ে মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে যায়।
ভারতের বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব চার উইকেট শিকার করে পাকিস্তানের ব্যাটিং অর্ডারে ধস নামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চার ওভারে মাত্র ৩০ রান খরচা করে সাঈম আইয়ুব, সালমান আঘা, শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফকে সাজঘরে ফেরান। এছাড়া বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল দুই স্পিনার মিলে চার উইকেট শিকার করেন।
বিডি প্রতিদিন/মুসা