ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, শিক্ষাব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে পতিত ফ্যাসিস্ট সরকার। তারা তাদের তাঁবেদারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে রাখাতে টাকা-পয়সার বিনিময়ে পাসের পার্সেন্ট, জিপিএ পার্সেন্ট নির্ধারণ করত। এ ছাড়া অযোগ্য লোকদের নিয়োগের মাধ্যমে শিক্ষাব্যবস্থা খাদের কিনারায় নিয়ে গেছে। এ খাদের কিনারা থেকে বর্তমান শিক্ষাব্যবস্থাকে আধুনিকীকরণের জন্য সব সহযোগিতায় আমি তথা আমার দল বদ্ধপরিকর। গতকাল যাত্রাবাড়ীতে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মো. নূর আলমের সভাপতিত্বে ‘শিক্ষার পরিবেশ ও মানোন্নয়ন’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।