সিলেটে ইয়াবার চালানসহ নয়ন হোসেন (১৭) নামে এক কিশোরকে আটক করেছেন র্যাব-৯ এর সদস্যরা। শনিবার রাতে নগরীর কাষ্টঘর এলাকা থেকে তাকে আটক করা হয়। গতকাল তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নয়ন নগরীর মোগলাবাজার থানার হবিনন্দী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, শনিবার রাতে কাষ্টঘর সুইপার কলোনির পুরাতন বিল্ডিংয়ের সামনে থেকে নয়নকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৩ হাজার ৩২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। নয়ন জানিয়েছে, সে জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে বিক্রির জন্য নিজের কাছে রেখেছিল।