এশিয়া কাপের ফাইনাল ম্যাচের উত্তেজনা শেষ হলেও ভারত–পাকিস্তান ক্রিকেটকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। ফাইনাল শুরুর আগেই পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার হারিস রউফ ও শাহিন আফ্রিদি ভারতের জাতীয় সংগীত চলাকালে হাসাহাসি ও গল্প করেছেন বলে অভিযোগ তুলেছে ভারতের গণমাধ্যম। (সোর্স: ক্রিকেট এডিক্টর)
ফাইনালের শুরুতে নিয়ম অনুযায়ী দুই দলের জাতীয় সংগীত পরিবেশন হয়। প্রথমে বাজানো হয় পাকিস্তানের জাতীয় সংগীত, এরপর ভারতের। তখনই ক্যামেরায় ধরা পড়ে, ভারতের জাতীয় সংগীত চলাকালে পাকিস্তানি পেসার হারিস রউফ ও শাহিন আফ্রিদি হাসিমুখে নিজেদের মধ্যে কথা বলছেন। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে সমালোচনার ঝড় তোলে।
সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষ দেশের জাতীয় সংগীতের সময় খেলোয়াড়রা নীরব থেকে সম্মান প্রদর্শন করে থাকেন। কিন্তু শাহিন ও রউফের আচরণকে ভারতীয় গণমাধ্যম ও সমর্থকরা অসম্মানজনক বলে দাবি করেছেন। এমনকি সামাজিক মাধ্যমে পাকিস্তানি দুই ক্রিকেটারের শাস্তির দাবিও উঠেছে।
এখানেই শেষ নয়, ফাইনালের আগে থেকেই ভারত–পাকিস্তান দ্বন্দ্ব নতুন রূপ নেয়। শনিবার ট্রফির সঙ্গে দুই অধিনায়কের ফটোশুট করার কথা থাকলেও ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব তাতে রাজি হননি। এছাড়া, ফাইনালে আগের মতো এবারও পাকিস্তানের অধিনায়কের সঙ্গে করমর্দন এড়িয়ে যান তিনি।
বিতর্কে যোগ হয় আরেকটি অধ্যায়। ফাইনালের টস সঞ্চালনায় দায়িত্ব পান ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী। আগের দুই ভারত–পাকিস্তান ম্যাচেও তিনি একই দায়িত্বে ছিলেন। এ নিয়ে আপত্তি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং এসিসিকে অনুরোধ করে নিরপেক্ষ সঞ্চালক নিয়োগ দিতে। তবে ভারতীয় বোর্ড রাজি হয়নি। অবশেষে সমাধান হিসেবে টসের সময় পাক অধিনায়ক কথা বলেন সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুসের সঙ্গে, আর ভারতের অধিনায়ক কথা বলেন রবি শাস্ত্রীর সঙ্গে।
বিডি প্রতিদিন/আশিক