এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত। তবে মাঠের বাইরের আচরণ নিয়ে সমালোচনার মুখে পড়েছে সূর্যকুমার যাদবের দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা অভিযোগ তুলেছেন, ভারত কেবল পাকিস্তানকেই নয়, বরং পুরো ক্রিকেটকেই অসম্মান করেছে।
সালমান আলি আগা দাবি করেন, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যক্তিগতভাবে তার সঙ্গে হাত মেলালেও ক্যামেরার সামনে ইচ্ছাকৃতভাবে করমর্দন এড়িয়ে গেছেন। তিনি বলেন, “টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলন আর রেফারির বৈঠকে সূর্যকুমার আমার সঙ্গে হাত মিলিয়েছিলেন। কিন্তু ক্যামেরা অন থাকলে তারা হাত মেলাত না। আমার মনে হয়, ওকে এভাবেই নির্দেশ দেওয়া হয়েছিল, নইলে ও আলাদাভাবে এমন করত না।”
বিতর্ক আরও বাড়ে ফাইনালের পর। ভারত শিরোপা জিতলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করেনি সূর্যকুমারের দল। বরং নাকভি ট্রফি নিয়ে মাঠ ছেড়ে চলে যান। এতে নবমবারের মতো এশিয়া কাপ জেতা ভারত ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি।
এই ঘটনাকে ‘ক্রিকেটের প্রতি চরম অসম্মান’ আখ্যা দিয়ে পাক অধিনায়ক বলেন, “আমাদের সঙ্গে হাত না মেলানো মানে শুধু পাকিস্তানের অসম্মান নয়, এটা ক্রিকেটের অসম্মান। ভালো দলগুলো এমন আচরণ করে না। আমরা নিজেদের দায়িত্ব পালনের জন্য মেডেল নিয়েছি, ট্রফির সঙ্গে ছবি তুলেছি। কিন্তু ভারতের আচরণে হতাশ হয়েছি।”
তিনি আরও যোগ করেন, “ক্রিকেট ভক্তরা আমাদের রোল মডেল মনে করে। ভারত যেটা করল, সেটা ছোটদের জন্য ভয়ানক বার্তা। এই দৃশ্য ক্রিকেটকে ছোট করেছে। আশা করি একদিন এমন আচরণ বন্ধ হবে।”
ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। টুর্নামেন্টে টানা তিনবার ভারতের কাছে হেরেছে বাবর আজম, সালমান আলি আগাদের দল। তবে পাক অধিনায়ক বিশ্বাস রাখছেন, সময় বদলাবে। তার ভাষায়, “৯০–এর দশকে আমরা তাদের হারাতাম, এখন তারা এগিয়ে। তবে সময় বদলাবে, শিগগির আমরা আবার ভারতকে হারাব।”
সংবাদ সম্মেলনের শেষ দিকে সালমান আলি আগা জানান, পাকিস্তান দল ফাইনালের সম্মানী দান করবে মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এ নিহত পাকিস্তানি সাধারণ নাগরিকদের পরিবারকে।