বরগুনায় ১২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত টাইফয়েড টিকাদান কর্মসূচির সফলতা ও প্রচারণার উদ্দেশ্যেগণমাধ্যম কর্মীদের নিয়ে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফের সহায়তায় আজ সোমবার জেলা প্রশাসনের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে আয়োজিত কর্মশালার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহ এবং উপ-পরিচালক ইফা মো. শফিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল এবং উপস্থাপনা করেন জেলা তথ্য কর্মকর্তা মো. সেলিম মাহমুদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ।
বরগুনা জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত মোট ২ লাখ ৬৮ হাজার ৬৩৩ জনকে বিনামূল্যে এক ডোজ টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ