এশিয়া কাপের ফাইনাল ভারত জিতলেও ম্যাচের সবচেয়ে আলোচিত অংশ হয়ে ওঠে পাকিস্তানি স্পিনার আব্রার আহমেদের সেলিব্রেশন। ভারতকে চাপে ফেলতে গিয়ে সানজু সামসনকে আউট করার পর তার মাথা ঝুঁকিয়ে করা উদযাপন মুহূর্তেই ভাইরাল হয়। যদিও শেষ পর্যন্ত জয় পায় সূর্যকুমার যাদবের ভারত, কিন্তু আব্রারের সেই ভঙ্গিই ম্যাচের বাড়তি রঙ যোগ করে।
চলতি ফাইনালে পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৯.১ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায়। সাহেবজাদা ফারহান ৫৭, ফখর জামান ৪৬ রান করেন। দুর্দান্ত শুরুর পরও কুলদীপ যাদবের ৪/৩০ এর সামনে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং।
জবাবে ভারতও শুরুতে চাপে পড়ে ২০/৩ অবস্থায়। তবে টিলক ভর্মা ৫৩ বলে অপরাজিত ৬৯ রান ও শিভম দুবের ৩৩ রানের ইনিংসে খেলা ঘুরে যায়। শেষদিকে রিঙ্কু সিং বাউন্ডারি হাঁকিয়ে ৫ উইকেটে জয় নিশ্চিত করেন।
কিন্তু ম্যাচ শেষে বিতর্ক ছড়িয়ে পড়ে। আব্রারের উদযাপনকে কেন্দ্র করে ভারতের আরশদীপ সিং, যতীশ শর্মা ও হর্ষিত রানা সেটিকে অনুকরণ করে হাসাহাসি করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেক ভারতীয় ভক্ত এটি মজার হিসেবে নিলেও, পাকিস্তানি সমর্থকরা একে অখেলোয়াড়সুলভ বলে সমালোচনা করেন।
অন্যদিকে আব্রারের ভঙ্গিকে অনেকেই সাহসী ও আত্মবিশ্বাসী সেলিব্রেশন হিসেবে আখ্যা দিয়েছেন। পাকিস্তানি শিবিরে ম্যাচ হারলেও তার লড়াকু মানসিকতা নিয়ে প্রশংসা চলছে। সোর্স: টাইমস অফ ইন্ডিয়া
বিডি প্রতিদিন /আশিক