১৭তম এশিয়া কাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেলেন অভিষেক শর্মা। ৭ ইনিংসে ৪৪.৫ গড়ে ৩১৪ রান করেছেন তিনি। টুর্নামেন্টে ভারতের এই বাঁ-হাতি ব্যাটারের তিনটি অর্ধশতকও রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে ৩০ রান করেছিলেন অভিষেক। ফাইনাল ম্যাচ ছাড়া সবগুলো ম্যাচে ৩০ উর্ধ্ব ইনিংস খেলেছেন।
গ্রুপ পর্বের ম্যাচে ৩০, ৩১ ও ৩৮ রানের ইনিংস খেললেও সুপার ফোরের তিনটি ম্যাচে অর্ধশতক হাঁকিয়েছেন অভিষেক। পাকিস্তানের বিপক্ষে ৭৪ রান , বাংলাদেশের বিপক্ষে ৭৫ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রানের ইনিংস খেলেছেন তিনি। তবে ফাইনাল মঞ্চে হতাশ হয়েছেন, হতাশ করেছেন দলকে। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মাত্র ৫ রান করেন তিনি।
এবারের আসরে পাকিস্তানকে হারিয় নবমবারের মতো মহাদেশের চ্যাম্পিয়ন হলো ভারত। সাতবার ওয়ানডে সংস্করণে, দুবার টি–টোয়েন্টি সংস্করণে।
বিডি প্রতিদিন/নাজিম