অক্টোবর ২০২৫-এ আকাশপ্রেমীদের জন্য থাকছে একের পর এক মহাজাগতিক দৃশ্য। পূর্ণচন্দ্র, উল্কাবৃষ্টি, গ্রহ ও নক্ষত্রপুঞ্জ—সব মিলিয়ে পুরো মাসজুড়ে হবে চোখ ধাঁধানো আয়োজন।
২ অক্টোবর মধ্যরাতের দিকে অন্ধকার আকাশে খালি চোখে দেখা যাবে আন্দ্রোমিডা গ্যালাক্সি । তবে দূরবীন ব্যবহার করলে আরও স্পষ্টভাবে দেখা সম্ভব। একই সময় বামন গ্রহ সেরেসও নক্ষত্রমণ্ডলে উজ্জ্বল দেখা দেবে।
৫-৬ অক্টোবর প্রায় পূর্ণচন্দ্রের রাতে শনির কাছে দেখা যাবে চাঁদ। এ সময় দুটির মধ্যে দূরত্ব হবে প্রায় ৩ ডিগ্রি। নেপচুনও চাঁদের কাছে থাকবে, তবে সেটি দেখতে দূরবীন প্রয়োজন।
৬ অক্টোবর উদিত হবে সুপার হারভেস্ট মুন। এটি সাধারণ পূর্ণচন্দ্রের তুলনায় বড় ও উজ্জ্বল দেখা যাবে। ৭ অক্টোবর ভোরে (বাংলাদেশ সময় সকাল প্রায় ৯টা ৪৮ মিনিটে) পূর্ণ আকার ধারণ করবে। সূর্যাস্তের পর পূর্ব আকাশে সোনালি আভা ছড়িয়ে উঠবে এই চাঁদ।
৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে ড্রাকোনিড উল্কাবৃষ্টি। এর সর্বোচ্চ দেখা যাবে ৮ অক্টোবর। তবে পূর্ণচন্দ্রের আলো থাকায় কিছুটা অসুবিধা হতে পারে।
১০ অক্টোবর চাঁদ থাকবে প্লেইয়াডিস তারকাগুচ্ছের কাছাকাছি। পৃথিবী থেকে এটি প্রায় ৪৪৪ আলোকবর্ষ দূরে অবস্থিত।
১৫ অক্টোবর ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি দেখা যাবে। অন্ধকার আকাশে খালি চোখেও দেখা সম্ভব, তবে দূরবীন ব্যবহার করলে সর্পিল আকার আরও পরিষ্কার হবে।
১৯ অক্টোবর ভোরে চাঁদ ও শুক্র থাকবে কাছাকাছি, তাদের দূরত্ব হবে চার ডিগ্রিরও কম। একই সময়ে মঙ্গলের পাশে দেখা যাবে বুধ।
২০-২১ অক্টোবর রাতভর দেখা যাবে ওরিওনিড উল্কাবৃষ্টি। যেহেতু তখন আকাশ অন্ধকার থাকবে প্রতি ঘণ্টায় ১৫-২০টি উল্কা খালি চোখে দেখা সম্ভব হবে।
অক্টোবর মাসজুড়ে তাই আকাশে থাকবে চমকপ্রদ একের পর এক দৃশ্য। সাধারণ দর্শক থেকে শুরু করে জ্যোতির্বিদ্যা প্রেমী—সবাই এগুলো উপভোগ করতে পারবেন।
বিডিপ্রতিদিন/কবিরুল