যুক্তরাজ্যের স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভন শহর থেকে একটি কালো রাজহাঁসকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়রা রাজহাঁসটির নাম দিয়েছিল ‘রেজি’, আর ডাকনাম ছিল ‘মি. টার্মিনেটর’। প্রায় নয় মাস ধরে সে এলাকার অন্যান্য রাজহাঁস ও দর্শনার্থীদের আতঙ্কিত করে তুলেছিল।
গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় রাজহাঁস তত্ত্বাবধায়ক সিরিল বেনিস বিশেষ অভিযানে রেজিকে ধরেন। বর্তমানে তাকে স্থানীয় একটি পার্কে রাখা হয়েছে। পরে তাকে ইংল্যান্ডের ডেভন এলাকায় অবস্থিত ড’লিশ ওয়াটারফাউল সেন্টারে (পাখি সংরক্ষণ কেন্দ্র) স্থানান্তর করা হবে।
রেজি মূলত অস্ট্রেলিয়ার পাখি। গত বছর সে শহরে আসে। কালো রঙ ও রাজসিক চেহারার কারণে প্রথমে স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তবে সমস্যা তৈরি হয় যখন সে শহরের প্রায় ৬০টি স্থানীয় সাদা রাজহাঁসের সঙ্গে লড়াই শুরু করে।
রাজহাঁস তত্ত্বাবধায়ক বেনিস জানান, রেজি কয়েকটি সাদা রাজহাঁসকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল। এমনকি বাচ্চাসহ একটি জোড়া রাজহাঁসের পরিবারকেও তাড়িয়ে দিয়ে নিজে দখল নিতে চেয়েছিল। এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।
অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত রেজিকে শহর থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বেনিস বলেন, পাখিটিকে ধরা সহজ ছিল না, তবে তিনি শান্ত করে ধরে ফেলতে সক্ষম হন। এতে সে কিছুটা আঘাত পেলেও এখন স্থানীয় রাজহাঁসগুলো স্বস্তিতে আছে।
বিডিপ্রতিদিন/কবিরুল