তৃণমূলে বিএনপির ৩১ দফা প্রচারের অংশ হিসেবে সুনামগঞ্জে নৌযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান।
শুক্রবার বিকালে জামালগঞ্জ উপজেলা সদর থেকে অর্ধশতাধিক স্পিডবোট নিয়ে এ নৌযাত্রা শুরু হয়ে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে গিয়ে শেষ হয়।
পথিমধ্যে বাদাঘাট বাজারে আয়োজিত পথসভায় বক্তৃতা করেন মাহবুবুর রহমান। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা এতে যোগ দিলে পথসভাটি জনসভায় রূপ নেয়।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল