নওগাঁর মহাদেবপুরে বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের সময় আত্রাই নদীতে পড়ে নিখোঁজ হওয়া রনি চন্দ্র পাল (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ হওয়ার একদিন পর শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের সাবেক সেতুর দক্ষিণ পাশে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। এর আগে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার প্রেমতলী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রনি মান্দা উপজেলার মদনচক বানডুবি গ্রামের রঞ্জিত চন্দ্র পালের ছেলে এবং বানডুবি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, দুর্গাপূজা দেখতে রনি ফুফুর বাড়ি কুঞ্জবনে এসেছিল। সেখানে ফুফাতো ভাই প্রান্তজিৎ হালদারের সঙ্গে স্থানীয় শ্রীশ্রী রঘুনাথ জিউ মন্দিরের প্রতিমা বিসর্জনের নৌকায় ওঠে নৌবাইচ উপভোগ করছিল। একপর্যায়ে তারা দু’জনই নদীতে পড়ে যায়। সাঁতার না জানায় রনি পানিতে হাবুডুবু খেতে থাকে। প্রান্ত তাকে বাঁচানোর চেষ্টা করলেও রনি পানির নিচে তলিয়ে যায়। নিজেও ডুবে যাওয়ার আশঙ্কায় প্রান্ত শেষ মুহূর্তে তাকে ছেড়ে দিয়ে তীরে আসতে চেষ্টা করে। স্থানীয়রা প্রান্তকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সংবাদ পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালালেও সেদিন রনিকে পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে রাজশাহী থেকে ডুবুরি দল এসে দীর্ঘ সময় অভিযান চালিয়ে সন্ধ্যায় সাবেক সেতুর দক্ষিণ পাশ ও কেন্দ্রীয় শ্মশানঘাটের উত্তর দিক থেকে তার মরদেহ উদ্ধার করে।
মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে ডুবে নিখোঁজের পর রাজশাহী থেকে ডুবুরি দল এনে দীর্ঘ প্রচেষ্টার পর রনির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ