চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হারলা গ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ফলক পুনঃনির্মাণ ও নবনির্মিত বৈঠকখানার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। আজ শুক্রবারের এ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মহসিন জিল্লুর রহমান, মো. ইদ্রিস মিয়া, বিচারপতি আবদুস সালাম মামুনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ডা. শাহাদাত বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা এবং অর্থনৈতিক মুক্তির দর্শন আজও সমান প্রাসঙ্গিক। কৃষি ও উৎপাদনমুখী অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে তিনি খাল খনন কর্মসূচি চালু করেছিলেন।
তিনি স্মৃতিচারণ করে বলেন, শহীদ জিয়ার স্থাপিত স্মৃতিফলকটি সময়ের বিবর্তনে নষ্ট হয়ে গিয়েছিল। আজ পুনঃনির্মিত এই স্মৃতিফলক ও বৈঠকখানা আমাদের ইতিহাসকে নতুন করে ধারণ করছে।
তিনি আরও বলেন, জিয়ার কৃষি উন্নয়নমূলক কর্মসূচি বাংলাদেশকে খাদ্যে স্বনির্ভর করেছিল। বর্তমানে নদী-খাল দখল ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ