কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পারিবারিক বিরোধের জেরে তিন ভাই-বোন মিলে অপর ভাইকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর মাইজ পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে বৃহস্পতিবার স্থানীয় জুলফিকার আলীর প্রবাসফেরত ছোট ছেলে মো: হাসান, বড় ছেলে মো: ইসহাক ও কন্যা হাসিনার নেতৃত্বে তাদের পরিবারের অপরাপর সদস্যরা তাদের অপর ভাই গিয়াস উদ্দিনকে ঘরের আঙ্গিনার গাছের সাথে বেঁধে দীর্ঘ সময় নির্যাতন করে এবং পরে ঘরের রুমে তালাবদ্ধ করে রাখে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে ভাইরাল হয় এবং পুলিশ ঘটনা জানতে পেরে দীর্ঘ ছয় ঘণ্টা পর রাত ১০টার দিকে ঘরের তালা ভেঙে গিয়াস উদ্দিনকে উদ্ধার করে।
ঈদগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম তালা ভেঙে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, সকালে বিরোধের সংবাদ পেয়ে হাসানকে তিনি মীমাংসা করে দেবেন বললেও তা কর্ণপাত না করে অন্য ভাইবোনদের নিয়ে গিয়াসকে মারধর করেছে বলে শুনেছি।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াছমিন জানান, উদ্ধার পরবর্তী ভিকটিমকে অভিযোগ দিতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম