তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েল সরকারের আক্রমণ আবারো গাজায় মানবতাবিরোধী অপরাধ লুকানোর চেষ্টাকারী গণহত্যাকারী নেতাদের উন্মাদনাকে প্রকাশ করেছে’ এবং ‘আবারো ইসরায়েলের বর্বরতা’ প্রকাশ পেয়েছে।
তিনি বলেন, মানবাধিকার কর্মীরা গাজায় আক্রমণের শিকার ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য ত্রাণবহরে উঠেছিল।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার এরদোয়ান তার একেপি পার্টির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন।
ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় ফ্লোটিলা নিয়ে ভ্রমণকারী তুর্কি নাগরিকদের গ্রেপ্তারের তদন্ত শুরু করার ঘোষণা দেওয়ার পর এরদোয়ানের সমালোচনা এসেছে।
তুর্কি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলি নৌবাহিনীর সদস্যদের হামলার পর ২৪ জন তুর্কি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে’। আমরা এই বিষয়ে তদন্ত করব।
জাতিসংঘ সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, এটি ‘স্বাধীনতা খর্ব করা, পরিবহনের মাধ্যম ছিনতাই বা আটক করা, লুটপাট, বস্তুগত ক্ষতি এবং নির্যাতনের অপরাধ’ তদন্ত করবে।
ফ্লোটিলার একজন মুখপাত্র বলেছেন, ইসরায়েলি বাহিনী কর্তৃক আটক নৌকায় প্রায় ২০০ কর্মীর মধ্যে ৪৮ জন তুর্কি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের ‘সন্ত্রাসবাদের কাজ’ বলে যা বলা হয়েছে তার নিন্দা জানিয়েছে এবং ‘আশা করেছে, এই আক্রমণ গাজায় যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টাকে ব্যাহত করবে না’।
বৃহস্পতিবার সকালে ফ্লোটিলা ঘোষণা করেছে, বাধা সত্ত্বেও তারা ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
বিডি প্রতিদিন/নাজিম