বরগুনার তালতলীতে তিন বছরের শিশু শাহাদাতকে নদীতে ফেলে হত্যার অভিযোগে অভিযুক্ত মা মারজিয়া আক্তার (২৩) ও তার পরকীয়া প্রেমিকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও নিহত শিশুর পরিবার।
শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার বড় অঙ্কুজানপাড়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। তারা বলেন, “একজন মা হয়ে সন্তানের এমন নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
নিহত শিশুর পিতা শাহিন অভিযোগ করেন, থানায় মামলা করতে গেলে পুলিশ দায়িত্ব এড়িয়ে নৌ পুলিশের কাছে পাঠিয়েছে। নৌ পুলিশ আবার থানার কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে। এতে সঠিক বিচার থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, মারজিয়া শিশু শাহাদাতকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালিয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
তালতলী থানার ওসি মো. শাহজালাল জানান, নদীতে কোনো লাশ পাওয়া গেলে নৌ পুলিশ এ বিষয়ে মামলা দায়ের করে। এ ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, মারজিয়ার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছে এবং পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। অভিযুক্তকে আটক করা গেলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সকালে উপজেলার নিশানবাড়িয়া সংলগ্ন বুড়ীশ্বর নদী থেকে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
বিডি প্রতিদিন/হিমেল