বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন তার সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্য। তার দাবি ছিল, অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি অত্যাচারিত হয়েছিলেন। এবার সাবেক স্ত্রীকে আইনি নোটিস পাঠালেন কুমার শানু।
সাবেক স্ত্রী রীতা দাবি করেছিলেন, বিয়ের পরে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা, সাজসজ্জা করার অনুমতি ছিল না তার। অন্তঃসত্ত্বা অবস্থায় শুধু পাশে ছিলেন জা। এমনকি, খাওয়াদাওয়ার উপরেও ছিল বিধিনিষেধ। রান্নাঘরে নাকি তালা দিয়ে রাখা হত।
রীতা বলেছিলেন, ‘ওরা যখন বাইরে যেত, রান্নাঘরে তালা দিয়ে দিত। তখন আমি ভাত খাওয়ার জন্য বৌদির কাছে যেতাম। আমি নিজেই একটু চাল কিনে রেখেছিলাম। বৌদির রান্নাঘরে গিয়ে রেঁধে নিতাম। তার পরে খেতে পারতাম।’
এমনকি বাচ্চার খাবার, ওষুধও নাকি দেওয়া হত না তাকে। বেঁচে থাকার জন্য নিজের গয়না বেচে দিতে হয়েছিল বলেও দাবি তাঁর।
এবার এসব অভিযোগের জবাব দিয়েছেন কুমার শানু। নিজের আইনজীবী সানা রইস খানের মাধ্যমে আইনি নোটিস পাঠিয়েছেন তিনি। সানা সেই আইনি নোটিসে রীতার অভিযোগ গুলোকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।
সানার বক্তব্য, ‘গত ৪০ বছর ধরে সঙ্গীতে নিজেকে নিমজ্জিত রেখেছেন কুমার শানু। কোটি কোটি মানুষকে আনন্দ দিয়েছেন। এই আঘাতপূর্ণ মিথ্যাগুলোর সাহায্যে অল্প সময়ের জন্য হইচই করা যায় ঠিকই। কিন্তু যে শিল্পী সারা জীবন ধরে সঙ্গীত উপহার দিয়েছেন, তাকে কখনওই এই মিথ্যাগুলো কালিমালিপ্ত করতে পারবে না।’
মানহানিকর দাবি করলে সেগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও আইনি নোটিসে জানানো হয়েছে। সানা জানিয়েছেন, আইনের সাহায্যেই এবার কুমার শানুর ভাবমূর্তি, সম্মান ও তার পারিবারিক ঐতিহ্যকে রক্ষা করা হবে।
সূত্র : আনন্দবাজার
বিডি-প্রতিদিন/বাজিত