হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার ব্যবস্থাপনায় আজ শুক্রবার (৩ অক্টোবর) দিনব্যাপী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে হাজার হাজার ধর্মপ্রাণ তৌহিদী জনতার সমাগম ঘটবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই উপলক্ষে সংগঠনটি হাটহাজারী শাখার নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মুফতি মুহাম্মদ আলী কাসেমী।
এসময় হেফাজত নেতৃবৃন্দ বলেন, বৈরি আবহাওয়ার কারণে সম্মেলন বাস্তবায়ন কমিটি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। মাঠে প্রয়োজনীয় বৃষ্টি নিরোধক ব্যবস্থা, মাঠকে কাদামুক্ত রাখতে প্রয়োজনীয় বালি এবং পর্যাপ্ত পরিমাণ চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে।
মাওলানা এমরান সিকদার ও মাওলানা নিজাম সাইয়্যিদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা মীর ইদরিস নদভী, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা আব্দুল্লাহ ফতেপুরি, নূর মুহাম্মদ, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ইউনুস, মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা আনাস জমিরি, মুফতি বশি-রুল করিম, মোরশেদ আলম, মুফতি মাসউদুর রহমান চৌধুরী, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, সৈয়দুল হক, শেখ আহমদ, আবু তাহের রাজিব, মাওলানা ইকবাল মাদানী, মাওলানা মোবিনুল হক, মাওলানা ফোরকান আলী এবং মাওলানা সাইফুল ইসলাম।
বিডি-প্রতিদিন/শআ