পাঁচ বছর পর ফের ভারতের সঙ্গে চীনের সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। করোনাকালীন ২০২০ সালে এই ফ্লাইটগুলো বন্ধ হয়েছিল। পরে সীমান্ত উত্তেজনার কারণে তা আর চালু হয়নি।
বৃহস্পতিবার ভারতের কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হতে শুরু করায় নির্দিষ্ট কয়েকটি শহরের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের চীনা দূতাবাস জানিয়েছে, চলতি অক্টোবরের শেষ দিক থেকে নির্দিষ্ট শহরগুলোর মধ্যে ফ্লাইট চালু হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাণিজ্যিক এয়ারলাইনসগুলো। এটি দুই দেশের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক করার ভারত সরকারের উদ্যোগের অংশ বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ভারতের সবচেয়ে বড় বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো বৃহস্পতিবার ঘোষণা করেছে, আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা ও চীনের গুয়াংজুর মধ্যে তাদের সরাসরি ফ্লাইট চালু হবে।
সম্প্রতি সাত বছর পর প্রথমবারের মতো আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে চীন সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সফরকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র : বিবিসি ও এনডিটিভি।
বিডি-প্রতিদিন/শআ