রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার জেলের জালে ধরা পড়া একটি পঙ্গাস মাছ ৩৫ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ১৮ কেজি। শুক্রবার বেলা ১১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ঢাকায় এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন।
জানা গেছে, শুক্রবার ভোরে মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে সোনাই হালদার পদ্মা নদীতে মাছ শিকারে বের হয়। দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় সকালে জাল তোলতেই তার জালে বড় একটি পাঙ্গাস ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের আনোয়ার খা ওরফে আনু খায়ের আড়তে তোলেন। উন্মুক্ত নিলামে ১৮ কেজি ওজনের পাঙ্গাস মাছটি ১ হাজার ৯০০ টাকা কেজি দরে বিক্রি হয়। ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি ৩৪ হাজার টাকায় ক্রয় করেন। পরে মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৯৫০ টাকা কেজি দরে ৩৫ হাজার ১০০ টাকায় বিক্রি করেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, শুক্রবার মধ্যরাত থেকে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পদ্মা নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। দেশের সবগুলো জেলার মধ্যে ৩৮টি জেলাকে ২টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ২০টি জেলার নদীতে সব ধরণের মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে। আগামী ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেরা কোন মাছ ধরতে পারবেন না। পরবর্তী সময়ে আবার পদ্মার মাছের সুদিন ফিরে আসবে। তখন পদ্মায় আবার বড় পাঙ্গাস, রিঠা, ঢাই, কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/এএম