বাড়ির সামনে নারেকেল গাছে ওঠে নারেকেল পাড়তে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে গাছেই ঝুলে মারা যায় সিফাত (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে শুক্রবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
সিফাত ওই গ্রামের শহিদুল্লাহর ছেলে। কিশোরগঞ্জের একটি মাদ্রাসায় পড়তো। পরিবার সূত্রে জানা যায় সিফাত কোরআনের ২১ পাড়া মুখস্থ করেছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির সামনের একটি নারকেল গাছে ওঠে নারকেল পাড়ার জন্য। এসময় কাচা ডাল কেটে সরিয়ে দেয়ার সময় বিদুৎ সঞ্চলন তারে গাছের ডাল পড়ে পুরো গাছ বিদুৎতায়িত হয়।
এসময় সিফাত বিদুস্পৃষ্ট হয়ে অর্ধঝুলন্ত অবস্থায় থাকে। এলাকাবাসী দেখে সকলেই উদ্ধার করে তাকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে রাতে বৃষ্টিতে গাছটি ভিজে থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানায়। তারা মনে করেন সাবধানতা অবলম্বন করে গাছে ওঠলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটতো না। এ ঘটনায় কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে যাই এবং বিদ্যুৎ এর সংযোগ বন্ধ করাই। পরে স্থানীয়রাই ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই সিফাতকে উদ্ধার করে।
নেত্রকোনা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী উপ পরিচালক হাফিজুর রহমান জানান, এলাকাবাসী আগেই নামিয়ে ফেলেছে।
বিডি প্রতিদিন/এএম