ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ ও গাজায় চলমান গণহত্যা বন্ধ এবং নিরীহ মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ করেন।
শুক্রবার জুমআর নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গন থেকে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি ক্যাম্পাসের প্রধান ফটকসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় সাবেক সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব, সায়মন, জিসান, সাখাওয়াতসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও মুসল্লীরা অংশ নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন