এশিয়া কাপ জয় করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজ খেলতে নেমেছে ভারত। প্রথম টেস্টের প্রথম দিনেই একক আধিপত্য বিস্তার করেছেন শুবমন গিলরা। মোহাম্মদ সিরাজ এবং বুমরাহর দুরন্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৬২ রানেই অলআউট করেছে প্রথম ইনিংসে। এরপর নিজেরা ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১২১ রান করে দিন শেষ করেছে। মোহাম্মদ সিরাজ ৪০ রানে ৪টি উইকেট শিকার করেন। তার বোলিংয়ে পরাস্ত হয়ে উইকেট ছাড়েন টাগেনারিন চন্দরপল, অ্যালিক আথানাজে, ব্রেন্ডন কিং ও রোস্টন চেস। বুমরাহ ৪২ রানে শিকার করেন জন ক্যাম্পবেল, জাস্টিন গ্রিভস ও লেইনের উইকেট। কুলদীপ যাদব ২টি ও ওয়াশিংটন সুন্দর ১টি করে উইকেট শিকার করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন জাস্টিন গ্রিভস। এ ছাড়া শাই হোপ ২৬ ও রোস্টন চেস ২৪ রান করেন। নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে জয়সোয়াল ৩৬ রানে উইকেট হারান। এরপর সাই সুদর্শন ৭ রানে সাজ ঘরে ফেরেন। কে এল রাহুল ৫৩ এবং শুবমন গিল ১৮ রানে উইকেটে টিকে আছেন। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হচ্ছে আহমেদাবাদে। এ মাঠে ১৯৮৩ সালে সর্বশেষ টেস্ট ম্যাচে ভারতের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ। সেবার ভারতকে ১৩৮ রানের বড় ব্যবধানে পরাজিত করেন ক্লাইভ লয়েডরা। আহমেদাবাদে এটাই ছিল ভারতের প্রথম টেস্ট ম্যাচ।
এরপর এ মাঠে ভারতকে টেস্ট লড়াইয়ে হারিয়েছে কেবল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড এ মাঠে টেস্টে ভারতকে হারাতে পারেনি। ১৯৮৩ সালের পর ক্যারিবীয়রা আহমেদাবাদে খেলতে নেমে ভারতের সামনে অসহায় হয়ে পড়েছে!