জ্যোতির্বিজ্ঞানীরা এক বিরল আবিষ্কারে অবাক হয়েছেন। মহাকাশে ভাসমান এক বিশাল গ্রহ তারার মতো আচরণ করছে। গ্রহটির নাম Cha 1107-7626। এটি পৃথিবী থেকে প্রায় ৬২০ আলোকবর্ষ দূরে ‘Chamaeleon’ নক্ষত্রমণ্ডলে অবস্থান করছে।
গ্রহটি আকারে বৃহস্পতির চেয়ে ৫ থেকে ১০ গুণ বড়। গবেষকরা জানিয়েছেন, এই গ্রহ আশপাশের গ্যাসমণ্ডল থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৬০০ কোটি টন গ্যাস শোষণ করছে, যা সাধারণত নবীন তারার ক্ষেত্রে দেখা যায়। ফলে এটি এক ধরনের তারার মতো আচরণ করছে।
২০২৫ সালের শুরুর দিক থেকে আগস্ট পর্যন্ত গ্রহটি হঠাৎ করেই অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে। এ সময় এর বৃদ্ধি আটগুণ বেড়ে যায়। ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরির চিলিতে অবস্থিত বিশাল টেলিস্কোপ VLT দিয়ে এই আবিষ্কার হয়। পাশাপাশি, নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ গ্রহটির চারপাশের গ্যাসচক্রে পানির বাষ্প শনাক্ত করেছে।
পানির উপস্থিতি সাধারণত তারার চারপাশে দেখা গেলেও গ্রহের ক্ষেত্রে এটাই প্রথম।
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোফিজিক্সের জ্যোতির্বিজ্ঞানী ভিক্টর আলমেনড্রোস-আবাদ বলেন, মানুষ সাধারণত গ্রহকে স্থির ও নিরব মনে করে। কিন্তু এই আবিষ্কার প্রমাণ করে, মহাশূন্যে ভাসমান গ্রহগুলোও বিস্ময়কর আচরণ করতে পারে।
বিজ্ঞানীরা মনে করছেন, তারার মতো শক্তিশালী চৌম্বক ক্ষেত্র হয়তো এই গ্রহের বৃদ্ধিকে ত্বরান্বিত করছে। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি, এই ধরনের ভাসমান গ্রহ আসলে ক্ষুদ্র নক্ষত্র হিসেবে জন্ম নেয়, নাকি বড় গ্রহ হয়ে জন্মের পর কোনো কারণে তাদের নিজস্ব নক্ষত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
বিডিপ্রতিদিন/কবিরুল