জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তী ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা। তবে বাবার মতো ফ্রান্সের হয়ে নয়, খেলবেন আলজেরিয়ার জার্সিতে। আসন্ন আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে গোলরক্ষক হিসেবে লুকাকে অন্তর্ভুক্ত করেছে আলজেরিয়া।
আলজেরিয়ান বংশোদ্ভূত জিদান খেলেছেন ফ্রান্সের হয়ে। তার দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান। এদিকে, ফ্রান্সের হয়ে বয়সভিত্তিক দলে খেলেছেন জিদানের ২৭ বছর বয়সী ছেলে লুকা। তবে সিনিয়র দলে কখনো সুযোগ হয়নি।
২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২- দলের হয়ে খেলেছেন। তার জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও আলজেরিয়ার নাগরিকত্বও রয়েছে। তাই ফ্রান্সে সুযোগ না পেয়ে আলজেরিয়াকে বেছে নিয়েছেন লুকা। সম্প্রতি ফিফার কাছে জাতীয়তা পরিবর্তনের জন্য আবেদন করেন এবং সেই আবেদন গৃহীত হওয়ায় তার জাতীয় দলে খেলতে আর কোনো বাধা থাকে না।
রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা লুকা ২০১৭ সালে জিনেদিন জিদানের অধীনেই ক্লাবের সিনিয়র দলের হয়ে মাঠে নামেন। বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের দল গ্রানাডার হয়ে খেলছেন তিনি।
আগামী সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বে সোমালিয়া ও উগান্ডার বিপক্ষে মাঠে নামবে আলজেরিয়া। বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করতে মাত্র চার পয়েন্ট প্রয়োজন দলটির। সেক্ষেত্রে লুকার সুযোগ থাকছে ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপে অংশগ্রহণেরও।
বিডি প্রতিদিন/কেএ