এক মাস তিন দিন বন্ধ থাকার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সব হল খুলে দিয়েছে কর্তৃপক্ষ। আর রবিবার থেকে শুরু হবে ক্লাস-পরীক্ষা।
শুক্রবার সকাল থেকে শিক্ষার্থীরা হলে উঠতে শুরু করেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সোনিয়া সোহেলী।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হল খোলার সিদ্ধান্ত জানানো হয়।
শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলাসহ বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ৩১ অগাস্ট রাতে সব ধরনের ক্লাস ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। সেইসঙ্গে শিক্ষার্থীদের ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল।
বর্তমানে শিক্ষা ও গবেষণার পরিবেশ স্বাভাবিক হওয়ায় আগামী ৫ অক্টোবর থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভেটেরিনারি অনুষদ এবং পশু পালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে ‘কম্বাইন্ড ডিগ্রি’র দাবিতে ৩১ আগস্ট দিনভর শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপাচার্যসহ ২৫১ শিক্ষক ও কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হয়।
পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপাচার্যের বাসভবনের পাশ থেকে ২৫০ থেকে ৩০০ বহিরাগত দেশি অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে বহিরাগতরা তালা ভেঙে দিলে অবরুদ্ধ শিক্ষকরা বেরিয়ে যান। এতে সাংবাদিক ও শিক্ষার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসে।
সংকট নিরসনে বেশ কয়েক দফা আলোচনা করলেও তা ফলপ্রসূ হয়নি। সবশেষ প্রক্টর এবং শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়ায় আন্দোলন থেকে সরে দাঁড়ান শিক্ষার্থীরা। যেখানে ৩ ডিগ্রি চালু করাসহ বাকৃবির তদন্ত কমিটিতে কোনো শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয়, দুপক্ষের এমন সম্মতিতে বাকৃবি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
সহকারী প্রক্টর সোনিয়া সোহেলী বলেন, রবিবার থেকে ক্লাস শুরু হবে। আবারও পুরোদমে শুরু হবে কার্যক্রম।
বিডি প্রতিদিন/জুনাইদ