৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ এর ফুটবল ইভেন্টে ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় টানা দ্বিতীয়বারের মতো উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে।
পুরো কাপাসিয়া উপজেলাকে ৪টি জোনে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘাগটিয়া জোনে ড. মোহাম্মদ আবুল হাসান মডেল স্কুলকে টাইব্রেকারে ৫–৩ গোলে পরাজিত করে জোন চ্যাম্পিয়ন হয় ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়। এরপর উপজেলা পর্যায়ের ফাইনালে কাপাসিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজকে টাইব্রেকারে ৩–০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি।
বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্যে প্রধান শিক্ষক জনাব একে এম ফজলুল হক বলেন, “শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা এবং খেলোয়াড়দের কঠোর পরিশ্রমেই এই অর্জন সম্ভব হয়েছে।”
এ বিজয়ে ঘাগটিয়া চালা ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার গ্রুপের সভাপতি জিয়াউর হক জুয়েল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক ও সাবেক ছাত্র মো. আশরাফুল আরিফ, সাবেক ছাত্র সফিকুল ইসলাম, মোবারক হোসেন, শরিফ হোসেন, মো. মিদুল আহমেদ ও আদ্দিনুর রহমান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিডি প্রতিদিন/মুসা