'নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই' উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ বলেছেন, আমরা নির্বাচনের পাইপলাইনে ঢুকে পড়েছি, দেশ এখন নির্বাচনের পক্ষে। ভোটাধিকার প্রয়োগ করে সাধারণ মানুষ তাদের জনগণের সরকার গঠন করতে পারবে। যে সংগঠনগুলো ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে তারা দুই একটা ইস্যু নিয়ে সংকট তৈরি করার চেষ্টা করছে, আমরা মনে করি গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে তারা তাদের ভুল বুঝতে পারবে এবং অচিরেই নির্বাচনী রোড়ম্যাপ যোগ দিবে।
মঙ্গলবার রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার ২০টির অধিক পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান শেষে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বজলুল করিম চৌধুরী আবেদ গণমাধ্যমকে এসব কথা বলেন।
মনোনয়ন বিষয়ে তিনি বলেন, বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন, ত্যাগ-তিতীক্ষা করছেন। যারা পরিচ্ছন্ন, মানুষের কাছে জনপ্রিয় এবং আদর্শিক অবস্থানে আছেন, তাদেরকেই বিএনপি নমিনেশন দিবেন।
তিনি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কমীদের সঙ্গে নিয়ে দুই উপজেলায় বেশ কয়েকটি বাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন। এসময় জেলা বিএনপির সদস্য নুরুল আমিন সিকদার, আব্দুল মতিন লিটন, রিপন, আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত