মঙ্গলবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বেনফিকার বিরুদ্ধে ১-০ গোলে জয়ী হয়েছে ইংলিশ ক্লাব চেলসি। প্রথমার্ধে বেনফিকার মিডফিল্ডার রিচার্দ রিওসের আত্মঘাতী গোলের মাধ্যমে চেলসি ব্যবধান গড়ে তোলে।
ম্যাচ জয়ের আনন্দের মাঝেই চেলসির জন্য এসেছে এক বড় ধাক্কা, যখন জোও পেদ্রো দ্বিতীয় হলুদ কার্ড দেখে শেষ মুহূর্তে মাঠ ছাড়তে বাধ্য হন। পরবর্তী ম্যাচে আয়াক্সের বিপক্ষে তাকে দেখা যাবে না।
২০২৩ সালের মার্চের পর চ্যাম্পিয়নস লিগে এটি চেলসির প্রথম জয়। ৩ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে গ্রুপে ১৭তম স্থানে উঠে এসেছে, অপরদিকে বেনফিকার এখনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।
এই ম্যাচে বিশেষ নজর কেড়েছে চেলসির সাবেক কোচ জোসে মরিনিয়োর স্ট্যামফোর্ড ব্রিজে ফিরে আসা। ম্যাচের এক পর্যায়ে বেনফিকার সমর্থকদের সঙ্গে উত্তেজনা ছড়ালে নিজেই এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন মরিনিয়ো।
খেলার পরিসংখ্যান বলছে, পজেশনে সামান্য এগিয়ে ছিল চেলসি। গোলের জন্য তারা আটটি শট নিয়েছিল, যার তিনটি লক্ষ্যে গিয়েছিল। বেনফিকারও ছিল সমানভাবে সক্রিয়, তাদের ৯ শটের মধ্যে তিনটি লক্ষ্যভেদ।
ম্যাচের শুরুতে বেনফিকার সুযোগ পায়, কিন্তু তাদের শট পোস্টে লেগে বাঁচে চেলসি। ১৮তম মিনিটে পেদ্রো নেতোর ক্রস থেকে আলেহান্দ্রো গার্নাচোর শট রিওসের পায়ে লেগে গ্যালারিতে ঢুকে যায়।
বায়ার্ন মিউনিখ মঙ্গলবার সাইপ্রাসের পাফোসকে ৫-১ গোলে হারিয়ে দুই জয় নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। হ্যারি কেইন করেছেন জোড়া গোল।
বিডি প্রতিদিন/মুসা