বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিজের মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে। মৃত খামারী মো. ওমর ফারুক হাওলাদার (৫০) উপজেলার পূর্ব মানিককাঠি গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।
বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড বয় মো. ফেরদৌস জানান, মঙ্গলবার রাতে ওমর ফারুক হাওলাদারের হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা মৃত ঘোষনার করার পর হাসপাতালের লাশ ঘরে নেয়া হয়। তখন স্বজনরা জোর করে নিয়ে গেছে। এ সময় স্বজনরা লাশ ঘরের দরজা ভেঙ্গে ফেলারও চেষ্টা করেছে। ফেরদৌস বলেন, শুনেছি ওমর ফারুক নিজের মুরগীর খামারে বিদ্যুতস্পৃষ্টে মারা গেছে।
স্থানীয়রা জানিয়েছে, রাতে নিজের মুরগীর খামারে প্রবেশ করে দুই সন্তানের জনক ওমর ফারুক। এ সময় সাবধানতাবশত বিদ্যুতে তারে জড়িয়ে যায় সে। এতে বিদ্যুত স্পৃষ্টে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেছেন। বিনা ময়না তদন্তে লাশ নিয়ে এসেছে স্বজনরা।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, হাসপাতাল থেকে তাদের বিষয়টি অবহিত করেনি।
এ বিষয়ে ওয়ার্ডবয় ফেরদৌস বলেন, কোন কাগজপত্র স্বজনরা দেয়নি। তাই আমরা পুলিশকে জানায়নি।
বিডি প্রতিদিন/এএম