কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক এমপি ডা. এ কে এম কামরুজ্জামান স্মরণে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নাঙ্গলকোট হাছান-জামিলা ফাউন্ডেশন ও রওশন রফিক একাডেমির আয়োজনে নাঙ্গলকোট বৃদ্ধ সেবা কেন্দ্র মিলনায়তনে এ স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য সেবা ক্যাম্পে দিনব্যাপী শত-শত প্রবীণ নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার মোহাম্মদ ফাহিম, ডাক্তার উম্মে হাজেরা মীম, ডাক্তার মেহেদী হাসান মজুমদার ও ডাক্তার নজির নোবেল।
রৌশন-রফিক একাডেমি সভাপতি ডাক্তার মোস্তফা কামালের সভাপতিত্বে স্বাস্থ্য সেবা ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রওশন-রফিক একাডেমি সেক্রেটারি মোহাম্মদ বশিরুজ্জামান।
রওশন রফিক একাডেমি সহ-সেক্রেটারি মোহাম্মদ আবু তৈয়ব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বায়োফার্মা লিমিটেড ডিপুটি সেলস ম্যানেজার আবুল খায়ের, রওশন-রফিক একাডেমি সাংগঠনিক সম্পাদক এ এস এম আমিনুল হক মাওলা।
এসময় উপস্থিত ছিলেন বায়োফার্মা সিনিয়র রিজিয়নাল সেলস ম্যানেজার তানভীর মাহমুদ সোহেল, রওশন-রফিক একাডেমি নির্বাহী সচিব আবু জাফর জাকির।
অনুষ্ঠান শেষে সদ্য প্রয়াত নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য ডাক্তার কামারুজ্জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন নাঙ্গলকোট খানকায়ে মোহিব্বিয়া পরিচালক হাফেজ নূর মোহাম্মদ।
বিডি প্রতিদিন/এমআই