কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ তীরবর্তী সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে বজ্রপাতে কৃষক দম্পতি নিহত হয়েছেন। নিহতরা হলেন- কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকষ্মিক বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনায় এমন মৃত্যু ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় জেলার উলিপুরসহ কয়েকটি উপজেলায় আকস্মিক ভাবে প্রবল বাতাসসহ বৃষ্টিপাত হয়। এতে উলিপুরের সাহেবের আলগা গ্রামেও বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম তাদের ঘরেই অবস্থান করছিলেন। হঠাৎ এধরনের বজ্রপাত পতিত হয় জাহাঙ্গীরের টিনের ঘরে। এতে ঘটনাস্থলেই তাৎক্ষণিক স্বামী ও স্ত্রী দুজনেই মারা যান । তবে পাশের রুমে থাকা তাদের তিন সন্তানের কোন ক্ষতি হয়নি বলে জানা যায়। নিহত দম্পতির চার সন্তানের মধ্যে একজনের বিয়ে হয়েছে।
এ ব্যাপারে সাহেবের আলগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।
বিডি প্রতিদিন/এএম