কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে দুর্গাপূজা। ধর্ম-বর্ণ-নির্বিশেষে প্রতিবারের ন্যায় উৎসবমুখর পরিবেশে জেলায় অনুষ্ঠিত হয় মা দুর্গার গমন। এবার জেলায় মোট ৫১৩টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করে। মন্দিরে মন্দিরে অঞ্জলি অনুষ্ঠিত হয়।
জেলার সাতপাই কালিমন্দির ও রামকৃষ্ণ আশ্রম মন্দির পরিদর্শন করে র্যাবের অধিনায়ক। পুলিশ বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী পূজায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার বিজয় দশমীর মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব সমাপ্ত হবে।
নেত্রকোনার পৌর এলাকার মণ্ডপগুলোতে প্রতিনিয়িত প্রশাসনের টহল রয়েছে। বিভিন্ন মণ্ডপে নানান আয়োজন চলছে। সাংস্কৃতিক পরিবেশনাসহ জাদু প্রদর্শন অনুষ্ঠিত হয়। পূজারি ও দর্শনার্থীরাও নির্বিঘ্নে পূজার আনন্দ উপভোগ করছেন। প্রতিবছর তারা এই একটি উৎসবকে সাজাতে প্রস্তুতি নেন। মায়ের আশীর্বাদ নিতে এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে যাচ্ছেন সকাল থেকেই ভক্তরা। নবমীতে পূজা অর্চনা শেষে বিকাল থেকে বাড়তে থাকে দর্শানার্থীদের ভিড়। সড়কে শৃঙ্খলা রাখতে পৌরসভা থেকেও বাড়তি স্বেচ্ছাসেবক দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই