চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নাথ পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পপি রানী (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত পপি রানী নাথ ওই এলাকার সুজিত কুমার নাথের স্ত্রী।
মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নেজাম উদ্দিন বলেন, পূজামণ্ডপের পাশের বাড়ির বসতঘরে বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে জানালা বিদ্যুতায়িত হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন পপি রানী। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পৌরসদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় পপি রানীকে চিকিৎসক চমেক হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম