হলিউডের অন্যতম চর্চিত ও প্রশংসিত তারকা দম্পতি নিকোল কিডম্যান এবং কিথ আরবানের দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনের পরিণতি হলো বিচ্ছেদে। প্রায় দুই দশক ধরে একসঙ্গে পথ চলা এই তারকা জুটির সম্পর্কের ইতি ঘটেছে বলে নিশ্চিত করেছে প্রভাবশালী ম্যাগাজিন পিপল।
অস্কারজয়ী অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যানের বয়স বর্তমানে ৫৮ বছর, আর তাঁর প্রাক্তন স্বামী, কান্ট্রি মিউজিকের জনপ্রিয় তারকা কিথ আরবানের বয়স ৫৭। ২০০৬ সালের জুনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ঘরে রয়েছে দুই কন্যা সন্তান-১৭ বছর বয়সী সানডে রোজ এবং ১৪ বছর বয়সী ফেইথ মার্গারেট।
পিপল ম্যাগাজিনের বরাত দিয়ে জানা গেছে, নিকোল কিডম্যান এই বিচ্ছেদ চাননি। এক ঘনিষ্ঠ সূত্র জানায়, কঠিন এই সময়ে নিকোলের পাশে রয়েছেন তাঁর বোন আন্টনিয়া কিডম্যান। সূত্রটি আরও জানিয়েছে, 'নিকোল সম্পর্কটি রক্ষা করতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত সম্পর্ক ভাঙায় তিনি মর্মাহত।'

বিচ্ছেদের খবর প্রথম প্রকাশ করে টিএমজেড। তাদের সূত্র অনুযায়ী, চলতি গ্রীষ্মের শুরু থেকেই নিকোল ও কিথ আলাদা বসবাস করছিলেন। যদিও এই বিচ্ছেদ নিয়ে এখনও কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
নিকোল কিডম্যানের জন্য কিথ আরবান ছিলেন একপ্রকার 'ফিরে আসার ঠিকানা'। সাবেক স্বামী টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর কিথকে ঘিরেই তিনি নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করেন। বহুবার কিথের প্রতি নিজের গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিকোল।
এমনকি চলতি বছরের ২৫ জুন, তাদের ১৯তম বিবাহবার্ষিকীতেও নিকোল ইনস্টাগ্রামে একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করে লিখেছিলেন, “শুভ বার্ষিকী সোনা।” সেই উষ্ণ বার্তার পর এমন খবর অনুরাগীদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।
নিকোল ও কিথের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন তাদের ভক্তরা। বহু বছর ধরে এই জুটিকে হলিউডের অন্যতম ‘আইডল কাপল’ হিসেবে দেখা হতো।
বিডি প্রতিদিন/মুসা