মালয়েশিয়া সরকার পেট্রোল (RON95) ভর্তুকি থেকে প্রায় ৯ লক্ষ বিদেশীকে বাদ দিয়েছে। এতে প্রতিবছর কোটি কোটি রিঙ্গিত সাশ্রয় সম্ভব হবে বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোক।
মন্ত্রী বলেন, আগে বিদেশীরা জ্বালানির ভর্তুকি পেতেন। তবে নতুন নীতিতে তারা আর এ সুবিধা পাবেন না। ফলে বিপুল অর্থ সাশ্রয় হবে সরকারের।
তিনি আরও জানান, বুডি৯৫ প্রকল্পের সুবিধা পেতে হলে বৈধ মাইকার্ড এবং সক্ষম ড্রাইভিং লাইসেন্স (CDL) থাকা বাধ্যতামূলক। তবে প্রায় ১ কোটি ৭০ লাখ যোগ্য মালয়েশিয়ানের মধ্যে প্রায় ০.৮৮ শতাংশ নাগরিক সমস্যায় পড়তে পারেন। তাদের লাইসেন্সের তথ্য মাইকার্ডের সঙ্গে হালনাগাদ না থাকায় তারা ভর্তুকি নিতে পারছেন না।
এ সমস্যায় মূলত তিনটি শ্রেণির মানুষ পড়তে পারেন:
পুরনো পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত লাইসেন্সধারীরা,
সেনা ও পুলিশের ড্রাইভিং লাইসেন্সধারীরা যারা এখনো সিডিএলে রূপান্তর করেননি,
যাদের আইসি নম্বরে ত্রুটি রয়েছে।
এ বিষয়ে সমাধান জানাতে অ্যান্থনি লোক বলেন, দেশব্যাপী জেপিজে অফিসগুলোতে বিশেষ কাউন্টার খোলা হয়েছে। প্রভাবিতরা সশরীরে গিয়ে আঙুলের ছাপ দিয়ে বিনা খরচে তথ্য হালনাগাদ করতে পারবেন।
উল্লেখ্য, আজ থেকে মালয়েশিয়ায় স্থানীয় ও বিদেশীদের জন্য আলাদা দামে পেট্রোল বিক্রি শুরু হয়েছে। স্থানীয়রা প্রতি লিটার RON95 পেট্রোল কিনতে পারবেন ১.৯৯ রিঙ্গিত দরে, আর বিদেশীদের ক্ষেত্রে দাম নির্ধারণ করা হয়েছে ২.৬ রিঙ্গিত।
বিডি প্রতিদিন/হিমেল