‘আজকের অঙ্গীকার এক সাথে হবো বারবার, নিরাপত্তা রক্ষায় হবে আমাদের অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে পর্তুগালের আমাদোরা ও সিন্ত্রার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে গঠিত হলো ‘বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন আমাদোরা সিন্ত্রা’।
২৯ সেপ্টেম্বর আমাদোরার স্থানীয় একটি হলরুমে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ব্যবসায়িক উন্নয়ন সমৃদ্ধির জন্য স্থানীয় ১৮০ জন ব্যবসায়ী এক হয়ে মো. মাজহারুল ইসলাম জিকুকে সভাপতি ও বেলাল আহমেদকে সাধারণ সম্পাদক, শশীকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। পর্তুগালের আমাদোরা ও সিন্ত্রা সিটি কর্পোরেশনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের একতা, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গঠিত হলো নতুন এই ব্যবসায়িক সংগঠন।
মনজুরুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় ব্যবসায়ীদের নিয়ে গড়া সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ডক্টর এম মাহফুজুর হক।
এছাড়া, আরও উপস্থিত ছিলেন পর্তুগালের লিসবনের কমিউনিটি ব্যক্তিত্ব আবু নাঈম, অধ্যাপক আবু সাইদ, রনি মোহাম্মদ, মোশারফ হোসেন, জুবায়ের হোসেন, শাহ জাহান, হেলাল উদ্দিন, হাফিজ আল আসাদ প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন ও শাহ আলম কাজল। আলোচনা সভার শুরুতে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
আলোচনা সভার শুরুতে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সোয়েব হোসেন সাগর ও আবদুল আলিম।
সম্প্রতি সময় ওই এলাকাগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও একজন প্রবাসী বাংলাদেশি হত্যার ঘটনাকে কেন্দ্র করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার, ব্যবসায়ীদের সুরক্ষা নিরাপত্তা এবং স্বার্থরক্ষার জন্যই সংগঠনটি গঠিত হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এছাড়া, একতাই শক্তি প্রবাসে থেকে একে অন্যের পাশে থাকাই আমাদের বড় অর্জন বলে মনে করেন সংগঠনের সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/কেএ