কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আখতারুজ্জামান সরকারের মালয়েশিয়া আগমন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা করেছে মালয়েশিয়াস্থ কুমিল্লা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার কুয়ালালামপুর বুকিত বিনতাংয়ের একটি রেস্তোরাঁয় এই সংবর্ধনার আয়োজন করা হয়।
মালয়েশিয়া চৌকিট বিএনপির সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে কুমিল্লা উত্তর জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. আলিফ সরকার ও মালয়েশিয়া নবীন দলের সভাপতি মো. হাসেম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিনহাজ মন্ডল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, কুয়ালালামপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা তিতাস উপজেলা বিএনপির প্রবাস কল্যাণ বিযয়ক সম্পাদক মো. মাহফুজ সরকারসহ মালয়েশিয়াস্থ কুমিল্লা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে মো. আখতারুজ্জামান সরকারের ফুল দিয়ে বরণ করেন নেন মালয়েশিয়ায় বিশিষ্ট ব্যবসায়ী মো. মুকুল হোসাইন সহ মালয়েশিয়াস্থ কুমিল্লা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন