ভারতে লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভ-আন্দোলনের অন্যতম মুখ পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) মামলা হয়েছে। উসকানিমূলক বক্তব্য দিয়ে জনতাকে সহিংসতায় প্ররোচিত করার অভিযোগে এ মামলা করা হয়। লাদাখের পুলিশ গতকাল স্থানীয় সময় আড়াইটায় ওয়াংচুককে তাঁর লেহর বাড়ি থেকে গ্রেপ্তার করে। এর এক দিন আগে ওয়াংচুক বলেছিলেন, ‘এ আন্দোলনের জন্য তাঁকে যদি গ্রেপ্তার করা হয়, তাতেও তিনি খুশি হবেন।’ ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, এর আগে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়াংচুকের অলাভজনক সংগঠন স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখের (এসইসিএমওএল) বৈদেশিক অনুদান নেওয়ার লাইসেন্স বাতিল করে।