হাঙ্গেরিয়ান-ব্রিটিশ লেখক ডেভিড সালাই চলতি বছর সাহিত্যের অন্যতম সম্মানজনক পুরস্কার বুকার জিতলেন। সোমবার লন্ডনে ঘোষণা করা হয় ৫১ বছর বয়সি এই বিজয়ী লেখকের নাম। ইংরেজি ভাষায় রচিত ‘ফ্লেশ’ উপন্যাসের জন্য খেতাবটি জয় করেন ডেভিড সালাই। যেখানে নির্যাতিত হাঙ্গেরিয়ান এক অভিবাসীর গল্প তুলে ধরেন তিনি। বিদেশে ভাগ্য গড়েও শেষ পর্যন্ত সবকিছু হারানোর হৃদয়বিদারক কাহিনির কারণে ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে বইটি। ‘ফ্লেশ’ সালাইয়ের ষষ্ঠ উপন্যাস।
এবারে ভারতীয় ঔপন্যাসিক কিরণ দেশাই ও ব্রিটিশ লেখক অ্যান্ড্রু মিলারসহ আরও পাঁচজনকে হারিয়ে বুকার প্রাইজ জেতেন সালাই। বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন খেতাব হিসেবে বিবেচিত এই বুকার পুরস্কার। পুরস্কার গ্রহণের সময় সালাই বিচারকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তার উপন্যাসকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞ। ১৫৩টি উপন্যাসের মধ্যে নির্বাচিত ‘ফ্লেশ’র বিচারক প্যানেলে ছিলেন আইরিশ লেখক রডি ডয়েল ও অভিনেত্রী সারাহ জেসিকা পার্কার। ডয়েল বলেছেন, এটি ‘অদ্ভুত জীবন্ত ও অন্ধকারময়, কিন্তু পড়তে বেশ আনন্দদায়ক’ উপন্যাস। লেখক ডেভিড সালাই জন্মগ্রহণ করেন মন্ট্রিয়ালে, হাঙ্গেরিয়ান পিতা ও কানাডীয় মাতার পরিবারে। তিনি লন্ডনে বড় হয়েছেন আর পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। -দ্য গার্ডিয়ান ও আলজাজিরা