ভারতের বিহার রাজ্যে দ্বিতীয় ও শেষ দফায় ১২২ আসনে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টায় সম্পন্ন হয়। দ্বিতীয় দফায় মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ৭০ লাখ। এর মধ্যে অর্ধেকের বেশি ভোটার (২ দশমিক ২৮ কোটি) ৩০ থেকে ৬০ বছর বয়সি। মাত্র ৭ দশমিক ৬৯ লাখ ভোটারের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। শেষ দফায় মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিজেপি, জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কংগ্রেস, আরজেডি নেতৃত্বাধীন মহাগাটবন্ধনের মধ্যে। এ ছাড়া প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি, আসাদুদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) মতো আঞ্চলিক দলগুলোও প্রতিদ্বন্দ্বিতা করছে। এ দফায় মোট ১৩০২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এরমধ্যে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মন্ত্রিসভার একাধিক সদস্য। দ্বিতীয় দফায় ভোট শুরুর সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী-প্রত্যেকেই গণতন্ত্রের উৎসব ভোট প্রক্রিয়ায় শামিল হওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান। বিহার বিধানসভার পাশাপাশি গোটা দেশজুড়ে সাতটি রাজ্যের আটটি বিধানসভার আসনে উপনির্বাচন চলছে। এর মধ্যে রয়েছে জম্মু-কাশ্মীরের বুদগাম ও নাগরোটা কেন্দ্র, রাজস্থানের অন্ত, ঝাড়খণ্ডের ঘাটশিলা, তেলেঙ্গানার জুবিলি হিলস, পাঞ্জাবের তর্ন তরণ, মিজোরামের ডাম্পা এবং ওড়িশার নওপাদা কেন্দ্র। ভোট গণনা আগামী ১৪ নভেম্বর।
উল্লেখ্য, রাজ্যের ২৪৩টি আসনের মধ্যে প্রথম দফায় ৬ নভেম্বর ১২১ আসনে ভোট নেওয়া হয়। এ দফায় রেকর্ড সংখ্যক ভোট পড়ে, ভোটের শতকরা হার ছিল ৬৪ দশমিক ৬৬ শতাংশ।