অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী সামাজিক আয়োজন ‘চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া’ (সিসিএ) আয়োজিত মেজবান ২০২৫ সিডনির মিন্টুতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত পর্যন্ত চলা এ আয়োজনে প্রায় পাঁচ হাজার অতিথি অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।
অতিথিদের জন্য পরিবেশিত হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস, নলা, ছোলা ডাল, ভেড়ার গোস্ত ও সাদা ভাত। প্রবাসের মাটিতে সুস্বাদু এই খাবার শুধু রসনা তৃপ্ত করেনি, বরং শেকড়ের সঙ্গে একাত্ম করেছে সবার মন।
চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে হাজারো মানুষের জন্য বিনামূল্যে মেজবানের আয়োজন করে আসছে। আয়োজনটি এখন শুধু খাবারের উৎসব নয়, বরং ঐতিহ্য রক্ষা, সামাজিক বন্ধন দৃঢ়করণ এবং কল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতীক হিসেবে পরিচিত।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। স্বাগত বক্তব্য দেন সিসিএ প্রেসিডেন্ট সৈয়দ আকরাম উল্লাহ ও জেনারেল সেক্রেটারি নাজিম ওয়ালিদ।
সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল মেজবানের মূল আকর্ষণ। পাবলিক রিলেশন ও কালচারাল সেক্রেটারি সাদিয়া হকের সঞ্চালনায় প্রবাসী শিল্পী ও নতুন প্রজন্মের শিশু-কিশোররা নাচ ও গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। এছাড়া স্পনসর, শিল্পী ও সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ আয়োজনে প্রবাসী কমিউনিটির বিভিন্ন স্তরের সফল ব্যক্তিত্ব, উদ্যোক্তা, পেশাজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে প্রকাশিত হয় চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার বার্ষিক প্রকাশনা “মেজবান ম্যাগাজিন”, যেখানে ক্লাবের কর্মকাণ্ড, ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা স্থান পায়।
শেষে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাইফুল হাসান চৌধুরী অতিথিদের ধন্যবাদ জানান এবং এক্সিকিউটিভ টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/হিমেল