ফরিদপুরের বোয়ালমারীতে কুমার নদে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়জুড়ে ভিড় জমে হাজারো মানুষের।
এবার বাইচে ছোট-বড় মিলিয়ে ২০টি নৌকা অংশ নেয়। এছাড়া অন্তত এক হাজারের মতো নৌকায় চড়ে দর্শনার্থীরা প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতাকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে চলে গ্রামীণ মেলা। মেলায় জিলাপি, আখের রস, আমিত্তি, খেলনা ও মিষ্টির দোকান বসে।
আয়োজক কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ জানান, নৌকাবাইচ এখন এ অঞ্চলের একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। মেলায় প্রায় চল্লিশ হাজার মানুষের সমাগম ঘটে।
স্থানীয়রা জানান, নৌকাবাইচ উপলক্ষে গ্রামের মানুষ আত্মীয়স্বজন নিয়ে উৎসবে মেতে ওঠেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ