গাজীপুরের শ্রীপুরে নাটক শুটিংয়ের কথা বলে এক নারীকে রিসোর্টে নিয়ে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার রাতে ওই নারী বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন মো. নাছির (৩৫) ও মো. বাবর (৩২)। তবে অভিযোগপত্রে তাদের বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী একজন শিল্পী ও মডেল। অভিযুক্ত নাছির নাটকের পরিচালক এবং বাবর তার সহযোগী। গত ২১ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে শুটিংয়ের কথা বলে ওই নারীকে ঢাকার মিরপুর থেকে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের রাস রিসোর্টে নেওয়া হয়। সেখানে একটি কক্ষে আটকে রেখে নাছির, বাবরসহ অজ্ঞাত এক ব্যক্তি পালাক্রমে তাকে ধর্ষণ করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ওই সময় নারীর ব্যবহৃত ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি আইফোন রেখে দেওয়া হয়। পরদিন ২২ সেপ্টেম্বর বিকালে মারধর করে অভিযুক্তরা ভুক্তভোগীকে রিসোর্ট থেকে বের করে দেয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল